নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি;
রামু উপজেলার কচ্ছপিয়া ২ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের দোছড়ি দক্ষিণ কুল সড়কে ওয়ার্ড সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি রামু উপজেলা বিএনপির সভাপতি মুক্তার আহাম্মদ বলেন, কচ্ছপিয়ার মানুষ বিএনপিকে যে কোন নির্বাচনে বিএনপির পক্ষে ছিল এখনও আছে। তাই আপনারা আতিথেয় সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করুন।
এসময় তিনি বেগম খালেদা জিয়া ও আগামীর দেশ নায়ক তারেক রহমান ও কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করতে পাড়া মহল্লায় গিয়ে দলকে সুসংগঠিত করুন।
এতে প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ছৈয়দ আলম, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, বক্তব্য রাখেন রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, কলিম উল্লাহ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবুল কাশেম সওদাগর, দিদারুল আলম সিকদার, উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জয়নাল আবেদীন টুক্কু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনুয়ারুল হক সিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক মেম্বার নুরুল আবছার, মো. আব্দুল্লাহ, আব্দুল খালেক, ফুরুখ আহাম্মদ, যুবদলের সদস্য সচিব শামশুল আলম শাহিন, নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দল নেতা সাহাব উদ্দিন, এছাড়াও ইউনিয়নের অঙ্গসংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।