সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বি.এন.পিট স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সাথে জেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, পেকুয়া সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সেক্রেটারি হোসনি মোবারক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম, জামায়াত নেতা ডাক্তার নুরুল কবির প্রমুখ।
সাক্ষাৎকালে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। এই বিজয়ে ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সালাহউদ্দিন আহমদ এর সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।