সিবিএন ডেস্ক:
গত ৮ মাসে দেশে ২২৪ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়।
ফোরামটি যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ ও নিপীড়ন রোধে জরুরি ভিত্তিতে ‘যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। জানুয়ারি থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার চিত্র পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
তারা জানায়, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, গত ২৩ বছরে ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ থেকে ৬২ হাজারেরও বেশি নারী ও শিশু সহায়তা পেয়েছে। তবে এই সময়ে মামলা হয়েছে মাত্র ১৯ হাজার ৪৪১টি, যার মধ্যে মাত্র ৩ শতাংশ মামলায় রায় হয়েছে এবং এক শতাংশেরও কম ক্ষেত্রে সাজা কার্যকর হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।