ডেস্ক নিউজ:
মঙ্গলবার (নিউইয়র্ক সময়) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং যেকোনো সাহায্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে যে, ড. ইউনূস বৈঠকে বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের অবদান নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দেশ পুনর্গঠনে তার সরকারকে সফল হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। জবাবে প্রেসিডেন্ট বাইডেন আবারো বাংলাদেশের প্রতি সমর্থন জানান।
এ বৈঠকের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অধ্যাপক ইউনূস আরও ৮টি ইভেন্টে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কাউন্সিলর ফাহমিদ ফারহান।
এর আগে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে কুশল বিনিময় করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার নিউইয়র্কে পৌঁছান এবং জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সংস্থাটির ৭৯তম অধিবেশনে যোগদান করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।