সিবিএন ডেস্ক:
গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ১৫ সেপ্টেম্বর সকালে থানায় এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা দেখতে পান। পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তদন্তের সময় কালি মন্দিরের সামনে একটি পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় দুই ব্যক্তিকে পাওয়া যায়। একজন স্থানীয়রা পরিচিত বৃদ্ধ বলে শনাক্ত করেন, অপর ব্যক্তির নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তিনি কিছু জানাতে পারেননি। সন্দেহভাজন হিসেবে তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে, নিজের নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতা নিশি কান্ত বিশ্বাস, সাং-নদীয়া, ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাসকে (৪৫) ভাংগা থানার জিডি নং- ৬১৮, তাং-১৫/০৯/২০২৪ খ্রি. ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।