সিবিএন ডেস্ক
ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সুড়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন- ওই গ্রামের মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী, তার ভাবি হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টির পর মকছেদ মোল্লার বাড়ির পেছনে একটি পেঁপে গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। আঙ্গার আলী যখন সেই গাছ সরাতে যান, তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সারারাত ধরে আঙ্গার আলীর খোঁজ করছিলেন। সকালে আঙ্গার আলীর মরদেহ দেখতে পেয়ে রেশমা ও হাসিনা তাকে সরাতে যান, কিন্তু তারা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও খবর পেতে যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।