এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সমাবেশ সম্পন্ন।
শনিবার(১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ইউনিয়নের
বারদোনা শাহ মজিদিয়া মৌলানা আব্দুল বারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির এবং চট্টগ্রাম মহানগরীর উত্তর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি শ্রমিক নেতা মুহাম্মদ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,সাতকানিয়া উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী।
সাতকানিয়া সদর ইউনিয়ন শাখার আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে দারসুল কোরআন পেশ করেছেন, মাদার্শা ইউনিয়ন শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা মকবুল আহমদ আরিফ,
এতে আরো বক্তব্য রাখেন, ১নং করইয়ানগর ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ হারুন রশিদ,২নং করইয়ানগর ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়নের তরবিয়ত সম্পাদক প্রভাষক মাওলানা সাবের আহমদ, ৩নং গরিবার্ঝীল হোসেন নগর ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়নের উলামা সভাপতি মাওলানা আনোয়ারুল হক, ৪নং চিব্বাড়ী ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ মিসবাহ উদ্দিন, ৫নং ছোট বরদোনা ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ জহির উদদীন, ৬নং বারদোনা ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাস্টার জাহাঙ্গীর আলম,৭নং বারদোনা ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জালাল উদ্দীন, ৮নং বারদোনা ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়ন অফিস সম্পাদক মাওলানা সোলাইমান কাদের, ৯নং দক্ষিণ রুপকানিয়া ওয়ার্ডের পরিচালক মাওলানা হোসেন সোহেল, কর্মী ও সহযোগী সদস্য সমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন স্তরের পাঁচশতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন
তামাকুন্ডিলেইন বণিক সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাদেক হোসাইন ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও দায়িত্বশীল বৃন্দ। দুপুরের খাবারের আয়োজন করেছেন অ্যাম্বিশন মেট্টেস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল চিব্বাড়ীর কৃতি সন্তান মুহাম্মদ রেজাউল করিম।
উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের মাগফিরাত ও ইউনিয়ন সেক্রেটারি রিদওয়ানুল করিমসহ সকল আহতদের সুস্থতার জন্য দোয়া করার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয় ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।