সিবিএন ডেস্ক:
সাবেক সরকারের ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল দুর্নীতি, দমন-পীড়ন, মানবতাবিরোধী অপরাধ, সাম্প্রতিক হত্যাযজ্ঞসহ বিভিন্ন অনাচারকে অন্তর্ভুক্ত করে একটি ডকুমেন্টারি তৈরির ঘোষণা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ উদ্যোগটি আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। তিনি জানান, ডকুমেন্টারিটি জনগণকে সঠিক তথ্য দেওয়ার জন্য একটি বড় প্রচেষ্টা হিসেবে কাজ করবে।
১০০ দিনের কর্মপরিকল্পনা:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থা আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। এর আওতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের আধুনিকায়ন
টেলিভিশন এবং বেতারকে দক্ষ ও জনবান্ধব করতে নানাবিধ উদ্যোগ নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র
২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে, যা বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়ন
গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
ডিজিটাল ক্যাবল টিভি নেটওয়ার্ক
ক্যাবল টিভি নেটওয়ার্ককে ডিজিটালাইজ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ছাত্র-জনতার আন্দোলন নিয়ে অনুষ্ঠান
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স নীতিমালা
অনলাইন নিউজ পোর্টালের লাইসেন্স প্রদান নীতিমালা যুগোপযোগী করা হবে।
ছাত্র আন্দোলন নিয়ে ডকুমেন্টারি ও ফিচার প্রকাশ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রচারের জন্য ডকুমেন্টারি নির্মাণ করা হবে।
এছাড়া, তথ্য অধিকার আইন এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইনের সংশোধনীসহ নানা উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সম্পর্কিত নীতিমালার মূল্যায়ন ও পুনর্গঠন করা হবে।
এই পরিকল্পনাগুলো জনগণকে সচেতন করা এবং বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।