সিবিএন অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ বাবলু মৃধা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সিএমএইচে তার মৃত্যু হয়। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।
জানা গেছে, ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন বাবলু। পটুয়াখালীর দশমিনার বাবলু মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন রাজধানীর শনির আখড়ায়।
শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহীকে গ্রেপ্তার
বাবলুর ভাই মো. রুবেল জানান, বাবলুর বড় ছেলে আবু তালেব দনিয়া কলেজের ১ম বর্ষের ছাত্র। আন্দোলনের সময় প্রথম থেকেই সে মিছিলে ছিল। ১৯ জুলাই রাতে আবু তালবকে খুঁজতে বের হন বাবলু। তখন যাত্রাবাড়ী লাকি কমিউনিটি সেন্টার এলাকায় পিঠে গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক মাস চিকিৎসার পর তাকে বিজিবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ২২ আগস্ট নেওয়া হয় সিএমএইচ হাসপাতালে। সেখানেই সোমবার মারা যান তিনি।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য বাবলুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গত ১৯ জুলাই গুলিবিদ্ধ হন। পটুয়াখালীর দশমিনার বাবলু মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন রাজধানীর শনির আখড়ায়।
আরও খবর পেতে যুক্ত থাকুন কক্সবাজার নিউজ এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।