কক্সবাজারের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে গতকাল রোববার তাদের প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন, কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলার ঘটনা ঘটে কক্সবাজার সদর, ঈদগাঁও, টেকনাফ ও রামু থানায়। কিছু স্থানে ভাংচুর, অগ্নিসংযোগের পাশাপাশি লুট করা হয় মূল্যবান জিনিসপত্র। এমনকি থানা প্রাঙ্গন থেকে যানবাহন নিয়ে যায় দুষ্কৃতকারীরা।
এসব ঘটনার পর সম্প্রতি তৎকালীন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলামকে একসঙ্গে বদলি করা হয়। নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দেন মুহাম্মদ রহমত উল্লাহ।
কক্সবাজারের চার থানার ওসি প্রত্যাহার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।