মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ দায়িত্ব নিয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) এসপি মুহাম্মদ রহমত উল্লাহ বিদায়ী এসপি মোঃ মাহফুজুল ইসলাম এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্বভার গ্রহণ করে এসপি মুহাম্মদ রহমত উল্লাহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে।
এর আগে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তাঁর কার্যালয়ে পৌঁছালে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সগণ তাঁকে সাদর অভ্যর্থনা জানান। এসময় এসপি মুহাম্মদ রহমত উল্লাহ, বিদায়ী এসপি, উপস্থিত অফিসার, ফোর্স এবং সিভিল স্টাফদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দায়িত্ব নিয়েই প্রথম দিনে রবিবার (৮ সেপ্টেম্বর) তিনি কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার করেন। প্রত্যাহার হওয়া ওসি’রা হচ্ছেন, কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান। এ ৪ ওসি-কে পুলিশ লাইনসে ন্যস্ত করা হয়েছে।
কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ঢাকা জেলার বাসিন্দা। ১৯৯৪ সালে ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। নতুন এসপি মুহাম্মদ রহমত উল্লাহ ২০০৬ সালের ২১শে আগস্ট ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশের চাকুরীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা ২০১৩ সালের ৬ই মার্চ অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালের ৭ই নভেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। চাকুরী জীবনে তিনি সার্কেল এএসপি হিসেবে বরগুনা জেলা, কিশোরগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিনিয়র সহকারী পরিচালক হিসাবে রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ জেলা, এসএমপি, সিলেট ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সর্বশেষ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্স) হিসেবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় চাকুরী করেছেন তিনি।
এসপি মুহাম্মদ রহমত উল্লাহ মালয়েশিয়া ও চীন হতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পুলিশের এই কর্মকর্তা বিবাহিত এবং ২ পুত্র সন্তানের জনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।