নিজস্ব প্রতিবেদক :
শহীদ ওয়াসিম আকরাম বর্তমান প্রজন্মের অনুপ্রেরণার আইউল। তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ও সময়ের সাহসী সন্তান। ওয়াসিম এর আত্মদান বাঙালি জাতি কখনো ভুলবে না” বলে মন্তব্য করেছে কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার পর চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ ওয়াসিম আকরাম এর শোকসন্তপ্ত পরিবারে সাথে সাক্ষাৎ করার পরে এসব কথা বলেন।
এর পরে জুলাই-আগষ্ট অভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ধারাবাহিকতায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদ এর সার্বিক সহযোগিতায়
শহীদ ওয়াসিম আকরামের শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করে ও ওয়াসিমের কবর জিয়ারত করেছে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোছাইন, সদস্য সচিব মারেফুল ইসলাম মারুফ সহ পেকুয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
শহীদ ওয়াসিম আকরাম একজন সত্যিকারের দেশপ্রেমিক : ফাহিমুর রহমান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।