কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে বিজিবি’র সদস্যরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিজজির পাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা মাদকের চালানটি জব্দ করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
টেকনাফ ব্যাটালিয়নের (২বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। বিজিবির সদস্যরা মিজজির পাড়ায় কৌশলে অবস্থান করেছিল। দুই ব্যক্তি সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে ২টি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। টহলদল ওই স্থানে তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগের রাখা ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।