নুরুল আলম সাঈদ ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সন্ধ্যায় ৫টি মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ বিষ্ফোণের শব্দ এসেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার ৪৪/৪৫ নাম্বার সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে থেমে থেমে ৫ টি মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ আসে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার প্রায় আধা কিলোমিটার ভিতরে শুনা যায় আসে বলে জানান,সীমান্তের কাছাকাছি বসবাসকারী মোঃ বাবুল আলম।
এলাকাবাসী সুত্রে জানা যায়, এই মর্টারশেল বিস্ফোরণের এমন শব্দ মাঝখানে আনেক দিন শুনা যায়নি। আ সীমান্ত এলাকায় হঠাৎ করে আবারও শুনা গেল মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ।নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্ত এলাকার প্রায় ৬৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যা এখন মিয়ানমার অংশের ভিতরে থাকা আরকান আর্মির দখলে রয়েছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্ত এলাকার অংশে চলতি বছরে জান্তা সরকার সমর্থীত আরো একটি বিদ্রোহী সংঘটন সৃষ্টি হয়েছে সম্ভবত তারাই আরকান আর্মির উপর হামলা করার চেষ্টা করার ফলে বিভিন্ন গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আসে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।