সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামি ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান এই সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সুত্র জানিয়েছেন, জেলা বিএনপির ১১ জন, অঙ্গসংগঠনের জেলা শাখার ৫ জন, উপজেলা বিএনপির ৫ জন, উপজেলা অঙ্গসংগঠনের ২ জন করে শীর্ষ নেতা এই মতবিনিময় সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
সুত্র মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।