পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে উপজেলা শ্রমিক দল নেতা নিহত হয়েছে। সোমবার(২৬ আগস্ট) রাত ৯টায় পেকুয়া বাজার ওয়াপদা অফিসের সামনে এ হত্যার ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলাম শওকত (৩৬) উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে ও পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, শওকতের সাথে বদিউল আলম গ্রুপের সিএনজি অটোরিকশা সংগঠনের নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হন শওকত।
প্রত্যক্ষ দর্শীরা জানায় একই এলাকার আবদু রশিদের ছেলে বদিউল আলম, উত্তর গোঁয়াখালীর মাহাম্মদ ছবির ছেলে সাজ্জাদ,নওশা মিয়ার ছেলে খুরশেদ আলম, টুনিক্যা সহ আরও কয়েক জন শওকতের উপর হামলা করলে ছুরিকাঘাতে শওকত ও তার ভাই সাকের (৩৩),চাচাতো ভাই তারেক (২২)গুরুতর আহত হয়।
নিহত শওকতের ভগ্নিপতি শফি জানান আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথিমধ্যে শওকত মারা যায়।
পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, মদখেয়ে মাতলামি করায় নওশামিয়ার ছেলে খোরশেদকে শওকতসহ এলাকার কয়েকজন লোক ধরে নিয়ে বেধে রাখলে বদিউল আলম সাজ্জাদ টুইন্যা সহ একদল লোক শওকতের ওপর সশস্ত্র হামলা করে এতে হামলাকারীদের ছুরিকাঘাতে শওকত নিহত হয়।
ঘটনার বিষয় নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ জানান, দুপক্ষরে মারামারিতে শওকত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়,পরে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।