বার্তা পরিবেশক

কক্সবাজার সদরের ঝিলংজা ১নং ওয়ার্ডের উত্তরণ এলাকায় জোরপূর্বক বিচারাধীন জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিবার (১১ আগস্ট) ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুলতান আহমদ।

অভিযুক্তরা হলেন- টেকপাড়ার বার্মিজ মার্কেট এলাকার মৃত ফজলুল হকের ছেলে সিরাজুল ইসলাম, গোলদীঘির পাড় এলাকার মৃত শের আলীর পুত্র ফরিদ আহমদ, পশ্চিম লারপাড়া এলাকার আব্দুল্লাহ সহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন।

বাদী পক্ষের সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, আমরা পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন। জমিটির কিছু অংশ বসতভিটা ও কিছু জমিতে বাগান করেছি। অভিযুক্তরা জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে বিভিন্ন হুমকি দিতে থাকে। পরে হঠাৎ গত (১০ জুলাই) সিরাজুল, ফরিদ ও আব্দুল্লাহ নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী অবৈধ দেশিয় অস্ত্র নিয়ে আমার জমি জবরদখলের জন্য বাঁশ, গাছ, টিন, ইট ইত্যাদি নির্মাণ সামগ্রী মজুদ করে। পরে আমরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ বিরোধের বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই মাসুমের নিকট বিচারাধীন রয়েছে। তবে বর্তমানে কক্সবাজার সদর থানার কার্যক্রম বন্ধ থাকার সুযোগে আবারও জমি জবরদখলে চেষ্টা চালায় অভিযুক্তরা।
ঘটনার পরপরই আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায় সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী সুলতান আহমদ।