আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও থানা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা শিবির নেতৃবৃন্দ।

মঙ্গলবার(১৩ আগস্ট) বাদে আছর বাংলাদেশ জামায়ত ইসলামি জেলা পেশাজীবি ইউনিটের সভাপতি,সাবেক কেন্দ্রীয় শিবির নেতা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মওলানা দেলোয়ার হোছাইনের নেতৃত্বে ঈদগাঁও উপজেলা শিবির নেতৃবৃন্দ অভ্যুত্থান পরবর্তী ক্ষতিগ্রস্থ ঈদগাঁও থানা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তাদের স্বাগত জানান।

এতে উপজেলা শিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঈদগাঁও উপজেলা সভাপতি হাফেজ শাহেদ মোস্তফা,ঈদগাঁও কলেজ সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা সেক্রেটারী হাফেজ সাদমান সাকিব নিশাত,ঈদগাঁও রশিদ আহমদ কলেজ সেক্রেটারী সালেহ হুবাইব তাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে আইন শৃঙ্খলা উন্নতি বিষয়ক নানা দিক নিয়ে ভাব বিনিময় হয়। অভ্যুত্থান পরবর্তী ক্ষতিগ্রস্থ থানা ভবন পরিস্কারে জামায়ত শিবিরের ভুমিকা এবং পুলিশ সদস্যদের নিরাপদ অবস্থান নিশ্চিত এবং যে কোন দূর্যোগ মুহুর্তে প্রশাসন চাইলে জামায়াত-শিবির এগিয়ে আসবেন বলে আশ্বস্ত করেন বলে জানান উপজেলা শিবির সভাপতি হাফেজ শাহেদ মোস্তফা।