প্রেস বিজ্ঞপ্তি :

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশজুড়ে অনুষ্ঠিত বিজয় উৎসব হয়। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত বিজয় উৎসব উদযাপনকালে হামলা শিকার হয়েছিলেন মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিউল আলম। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৩ আগষ্ট চট্টগ্রাম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে..রাজেউন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শফিউল আলম দেশের গণতন্ত্র পুনঃউদ্ধার আন্দোলনের একজন অগ্রসৈনিক। বিগত ১৫টি বছর তিনি রাজপথে থেকে জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এমন ত্যাগী নেতার উপর চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় মৃত্যুতে গভীর শোক ও  হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানাচ্ছি।