নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি, লুটপাট, মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার আশংকা করা হচ্ছ।ইতোমধ্যে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটে গেছে।

তাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সর্বস্তরের ব্যবসায়ীদের সচেতন করতে মাঠে নেমেছে কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরামের নেতৃবৃন্দ।

সোমবার (১২ আগষ্ট) বিকেলে শহরের বড়বাজার, বাজার ঘাটা, হকার মার্কেট, সুপার মার্কেট, পানবাজার রোড, আইবিপি রোড, এন্ডারসন রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন দোকান ও মার্কেটে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছেন তারা।

ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দিয়েছে ফোরামের নেতৃবৃন্দ।

সচেতনতামূলক প্রচারপত্র বিলিকালে উপস্থিত ছিলেন, ফোরামের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, সদস্য সচিব মাওলানা আবদুল গফুর, যুগ্ম আহবায়ক মো. মোস্তফা, সদস্য সাবেক কমিশনার মনছুর আলম, কক্সবাজার শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য আমিনুল হক, ফোরামের অন্যতম সদস্য আজিজুল হক চৌধুরী, ফরহান উল্লাহ, শেখ সেলিম, সমির কান্তি দে, নাসির উদ্দীন, কাজল কান্তি পাল, মোহাম্মদ ছিদ্দিক নূরী প্রমুখ।

প্রয়োজনে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রশাসন ও কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরামের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছেন নেতৃবৃন্দ।

নাম্বার সমূহ হলো: লে. কর্নেল তানভীর আহমদ ০১৭৬৯ ১০২৫৩৪, সদর মডেল থানার ওসি ০১৭১৩ ৩৭৩৬৬৩, আবু জাফর ছিদ্দিকী (আহ্বায়ক) ০১৬৮৯ ৭৪১১০২, মো. মোস্তফা (যুগ্ম আহবায়ক) ০১৮১৯ ৮১৭৬৯৮, মাওলানা আবদুল গফুর (সদস্য সচিব) ০১৮২৫ ২৫২১৩৭।