প্রেস বিজ্ঞপ্তি;
রামুতে সাবেক ছাত্রনেতা ও গণমাধ্যম কর্মী মিনার হাসানকে এলাকাবাসী কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে। ১০শে আগস্ট শনিবার বিকালে রামু উপজেলায় অপেক্ষমাণ ছাত্র-জনতা তাকে ফুল দিয়ে বরণ করেন। রামু জোয়ারিয়ানালা ইউনিয়নে সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের ছাত্রসমাজ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামু উপজেলার যুব নেতা এনাম উল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন অত্র ইউনিয়নের যুব নেতা ইমরানুল হক, সাদ্দাম হোসাইন, শহিদ উল্লাহ, ছাত্রনেতা নোমান সহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মিনার হাসান বলেন, ‘শহিদ আবু সাঈদ, মুগ্ধ সহ সর্বস্তরের ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য সকল শ্রেণীর জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে’। সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এই ছাত্রনেতা।
রামু উপজেলার সন্তান মিনার হাসান কক্সবাজার সরকারি কলেজে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ২০১৮ সাল হতে কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।