সংবাদ বিজ্ঞপ্তি:
মুক্তিকামী ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা সরকারের পতনে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া ও দেশবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে বিজয় মিছিলের আয়োজন করে খেলাফত মজলিস কক্সবাজার জেলা।
শুক্রবার (৯ আগস্ট) বিকালে শহরের লালদীঘি পাড় থেকে বাজারঘাটা হয়ে শহীদ মিনারে সমাপ্ত হয়। সবশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভাপতি মুফতি মাওলানা আবু মুসার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী, সহ সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল্লাহ নাঈম, হাফেজ মাওলানা সিরাজুল মোস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ আমিনুল হক, শহর সভাপতি হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম মনজু, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ইমরানুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, শহর সাধারণ সম্পাদক মাওলানা আবুজরসহ অন্যান্য নেতৃবৃন্দ।