নিজস্ব প্রতিবেদক:
শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও চট্টগ্রামের কৃতি সন্তান ড. মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ড. আ.ফ.ম খালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় কক্সবাজারে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কক্স ক্যামব্রিয়ান স্কুল ও মোস্তফা কামাল নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক আতাউর রহমান বুলবুলের সৌজন্যে শুক্রবার (৯ আগষ্ট) বাদে আসর মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ উৎসবের সঙ্গে মিলিত হন।

দেশের কঠিন সময়ে এই বিদগ্ধ এই দুই ব্যক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা যেন অক্ষুন্ন থাকে, তাই সবার নিকট দোয়া কামনা করেছেন আতাউর রহমান বুলবুল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।

এ সময় হাফেজ ডাক্তার মোহাম্মদ ফয়সালসহ শিক্ষক ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।