ইয়াছির আরাফাত ,প্যারিস, ফ্রান্স :

বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল বাংলাদেশে জুলাই মাসের শুরু থেকে মাসজুড়ে উদ্বেগ উৎকণ্ঠায় কাটাচ্ছিল সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে পুরো মাস জুড়ে প্যারিসে পালিত হয় বিভিন্ন সময় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে প্রবাসীরা।ফ্রান্সে বসবাসরত সাধারণ প্রবাসীরা জানান স্বৈরাচারী ফ্যাসিস্ট কাছে কোনোভাবেই আমাদের পরিবার পরিজন সহ সারা দেশের মানুষ নিরাপদ নয়।

ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এতে ফ্রান্সের প্রবাসীদের মনে স্বস্তি ও আনন্দ ফিরেছে জীবনযাত্রায় কেটেছে উৎকণ্ঠা। বাংলাদেশি প্রবাসীরা ফ্রান্সের রিপাবলিক চত্বরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে সাধারণ প্রবাসীদের মাঝে।নিজ দেশের মাতৃভূমিকে নিয়ে প্রবাসে থাকলে ও চিন্তিত থাকে দেশকে নিয়ে।প্রবাসীরা চায় রক্তপাতহীন একটি বাংলাদেশ।প্রবাসীদের আশা একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে দেশ চলবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা থাকবে বিরোধী মত দমনের নামে নির্যাতন নিপীড়ন থাকবে না। ফ্রান্স একটি মুক্তচর্চার দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তাই পৃথিবীর বিভিন্ন দেশের নির্যাতিত অভিবাসীগণ বসবাস করে এই দেশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে রেমিটেন্স শাটডাউন করেছিলো সাধারণ প্রবাসীরা ফ্রান্সের রিপাবলিক চত্বরে আনন্দ মিছিলের মাধ্যমে আবারো বাংলাদেশ বিনির্মাণে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর একাত্মতা ঘোষণা করেন সকল প্রবাসীরা।