মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সাংবাদিক, সংগঠক, মানবাধিকার কর্মী ছৈয়দুল্লাহ আজাদ (৫৫) আর নেই। শনিবার (৩ আগস্ট) সকাল ৭ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
তিনি দীর্ঘ প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন।

ছৈয়দুল্লাহ আজাদ ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের বাসিন্দা মরহুম ছৈয়দুর রহমানের ৬ষ্ঠ পুত্র। তিনি সাংবাদিকতা, মানবাধিকার সংগঠন, শ্রমিক, সামাজিক সংগঠন সহ কল্যানকর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

শনিবার ৩ আগস্ট আসরের নামাজের পর ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী রাজঘাট জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।