নিজস্ব প্রতিবেদক:
চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষের বিষয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবির পাশাপাশি আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাও প্রত্যাহার চেয়েছেন তিনি।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাবেরী লিখেছেন, “নির্মম পৈশাচিক কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকেই শুধু সনাক্ত করুন। তারা যে দলের বা বাহিনীর হউক না কেন! কোটা আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হউক।” তিনি লিখেন, “কোটা সংস্কারের দাবী আদায় ছাত্রদের মৌলিক অধিকার।”
আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীর এই স্ট্যাটাসে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার পড়ছে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে সাহসী লিখনির জন্য সবাই তাকে ধন্যবাদ জানিয়েছেন।
অধ্যাপক মইনুল হাসান পলাশ কমেন্ট বক্সে লিখেছেন, “ভালো লাগলো আপা। বিবেকবোধ প্রদর্শন করায় আপনাকে স্যালুট।”
