মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি রোববার (১২ মে) ২ দিনের সফরে কক্সবাজার আসছেন। মন্ত্রী ড. হাসান মাহমুদ রোববার বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যবাসন কমিশনার কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভায় অংশ নেবেন। সভায় কমিটির সভাপতি ড. এ.কে আব্দুল মোমেন সভাপতিত্ব করবেন।

এছাড়া কমিটির সদস্য মো. জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেবেন বলে জানা গেছে। মন্ত্রী ড. হাসান মাহমুদ ২ দিনের কক্সবাজার সফর শেষে সোমবার (১৩ মে) কক্সবাজার ত্যাগ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব বিশ্বজিত দেবনাথ প্রেরিত সফরসূচিতে জানা গেছে।