কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে ডেলিভারি করার সময় ‘ভুল চিকিৎসায়’ আফসানা হোসেন শীলা নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় একটি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত প্রসূতি নুনিয়ারছড়ার মোহাম্মদ হোসেনের কন্যা আফসানা হোসেন শীলা।

গত বুধবার(২৪ এপ্রিল) রাত ৮.৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শীলার স্বামী ও আত্মীয়স্বজনদের দাবি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে প্রসূতির স্বামী ইফতেখার গত মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে কক্সবাজার সদর হাসপাতালের আই.সি.ইউ এর সামনে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে বিস্তারিত ঘটনা তুলে ধরেন।

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন মুখপাত্রের পদত্যাগ

এই ব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার মোসাব্বির হোসেন তামিম জানান- রোগীর স্বামীর অনুমতি নিয়েই অপারেশন করা হয়েছে। এখানে ডাক্তার-নার্সদের কোন গাফিলতি নাই।

এবিষয়ে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার প্রতিবেদককে বলেন, এ খবরটি শুনার পরে আমরা ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। উক্ত কমিটিতে সদর হাসপাতালের সিনিয়র বিশেষজ্ঞ কনসালটেন্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।