মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-মোহাম্মদ হাবিব উল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ শরীফ বাদশা এবং আব্দুল্লাহ আল নিশান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, মিফতাহুল করিম বাবু, মঈন উদ্দিন তৌফাইল, জাহিদুল হুদা, আবু সালেহ, অ্যাডভোকেট শাহাজাহান পারুল এবং সাইফুল কাদির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-মিনুয়ারা মিনু, মনোয়ারা কাজল এবং জাহান আরা জাহাঙ্গীর।

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ভোট গ্রহণ। মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। মহেশখালী উপজেলায় মোট ২৫৭৪৫৮ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১৩৭৮৯০ জন পুরুষ ভোটার এবং ১১৯৫৬৮ জন মহিলা ভোটার।