আতিকুর রহমান মানিক:

কক্সবাজারের ঈদগাঁওতে পবিত্র শবে বরাত উপলক্ষে গোশতের চাহিদাকে পুঁজি করে মরা গরুর গোশত বিক্রির পাঁয়তারা করছে অসাধু কসাই সিন্ডিকেট। শনি বার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ( শবে বরাতের আগের রাত) মরা গরুবাহী দুটি আলাদা পিক আপ বাজারে ঢুকেছে বলে জানা গেছে। এ সংক্রান্ত দুটি ভিডিও রাত ১১ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

অনলাইন এ্যাকটিভিষ্ট ইঞ্জিনিয়ার শাহেদের ফেসবুক আইডি থেকে পোষ্ট করা দুটি আলাদা ভিডিওতে দেখা যায়, মরা গরুবাহী দুটি পিক আপ বাজারের তেলী পাড়া রাস্তার মাথা দিয়ে পশ্চিম দিকে প্রবেশ করছে। লাল ও সবুজ রঙের উভয় গাড়ীর মধ্যেই মরা গরু পড়ে থাকতে দেখা যায়।
এলাকাবাসী বলেন, ঈদগাঁও বাজারের মাংস ব্যবসায়ী ও কসাইরা তেলী পাড়ার বাসিন্দা। এতে সন্দেহ আরো প্রবল হয়েছে।

ভিডিওর উৎস সম্পর্কে ইঞ্জিনিয়ার শাহেদ বলেন, তেলী পাড়া রাস্তার মাথায় একটি দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে মরা গরু বোঝাই গাড়ী দুটি ধরা পড়ে। তিনি বলেন, মরা গরু বোঝাই পিক আপ দুটি পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় থেকে এনে লোকচক্ষু এড়াতে বাজারের বাইরে আলমাছিয়া মাদ্রাসা রোড দিয়ে বাজারে ঢুকানো হয়। ভিডিও ফুটেজ দুটি প্রতিবেদকের কাছেও সংরক্ষিত আছে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। জালালাবাদ পালাকাটার বাসিন্দা হেলাল বলেন, রবিবার সকালেই গোশতের জন্য বাজারে ভীড় জমাবেন ক্রেতারা। এ সুযোগে ভাল গেশতের সাথে মিশিয়ে মরা গরুর গোশত বিক্রির মিশনে নেমেছে অসাধু কসাই সিন্ডিকেট।

ঈদগাঁও বাজার পরিচালনা পরিচালনা পরিষদের সভাপতি শাহ নেওয়াজ মিন্টু বলেন, কমিটির অন্যান্য সদস্যের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যাবস্হা নেয়া হবে

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন “ভাইরাল হওয়া ভিডিওটা আমিও দেখেছি। এ ব্যাপারে সুনির্দিষ্ঠ তথ্য অথবা অভিযোগ পেলে ব্যবস্হা নেয়া হবে।”

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ফোন রিসিভ না করায় এ ব্যাপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।