হ্যাপী করিম ,মহেশখালী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কক্সবাজার-২ আসনে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা’র প্রশাসনিক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল থেকে প্রাপ্ত তালিকায় এসব তথ্য পাওয়া গেছে।

তন্মধ্যে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জনই দলীয় মনোনীত প্রার্থী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াছ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপির মোহাম্মদ খাইরুল আমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর মোহাম্মদ শরীফ বাদশা। বিএনপির পক্ষ থেকে এ আসনেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।

উল্লেখ্য- কক্সবাজারের ৪টি আসনে ৩৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ২৪ জন এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর তালিকায় আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ ৫ জন আওয়ামী লীগ নেতা রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়.. মহেশখালী ও কুতুবদিয়া আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৮ হাজার ২২ জন।ভোট কেন্দ্রের সংখ্যা ১১৮ টি। মহেশখালী উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৫১৪ জন এবং কুতুবদিয়া উপজেলায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৫০৮ জন।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবার সব আসনে ভোট হবে ব্যালট বাক্সে।

উল্লেখ্য-জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়– কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৫২ হাজার ৪৩২জন। পুরুষ ভোটের সংখ্যা ৮ লক্ষ ৭৩৫৯২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৭ লক্ষ ৭৮ হাজার ৮৩৮ জন। এই নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।