নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেতে আবেদনপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ২১ নভেম্বর ঢাকার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি’র কাছ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ তারেক এ আবেদনপত্র সংগ্রহ করেন।

কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার, শহরের বাহারছরার মরহুম নুর আহমদ মিয়া ও মরহুমা মোসলেমা বেগমের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজারের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারে জন্মগ্রহণ করেন। কক্সবাজার-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ তারেক জাতীয় ছাত্র সমাজের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক, একই শাখার সভাপতি এবং একই সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। ছিলেন দীর্ঘদিন জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক।

বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর পাড়া প্রতিষ্ঠা করে কক্সবাজার পৌরবাসীর জন্য একটি বাসযোগ্য অভিজাত ও সমৃদ্ধ এলাকা হিসাবে গড়ে তুলেছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারেকের পিতা, কক্সবাজার পৌরসভার সাবেক কমিশনার নুর আহমদ মিয়া। অ্যাডভোকেট মোহাম্মদ তারেকের বড় ভাই রিয়াজ মোহাম্মদ ইকবাল ছিলেন কক্সবাজার পৌরসভার একাধিকবার নির্বাচিত কমিশনার এবং প্যানেল মেয়র।

প্রগতিশীল ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে আসা অ্যাডভোকেট মোহাম্মদ তারেক ২০১৬ সালে
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১৪২ বছর মেগা পূর্ণমিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছেন মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে। যা সবার প্রশংসা কুড়িয়েছে এবং ইতিহাস সৃষ্টি করেছে। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক।

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নে সমাজসেবক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ তারেক অন্যান্যদের সাথে গড়ে তুলেছেন ছবুরা বেগম ইসলামিয়া বালিকা এতিমখানা। যেখানে শত শত শিশু কিশোরী এতিমের লেখাপড়া ও ভরনপোষণ চলছে নির্বিঘ্নে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডাব্লিউএফপিএ এর আজীবন সদস্য, মানবিক মানুষ অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কাজ করেন ছিন্নমূল, দরিদ্র, অসহায়, অস্বচ্ছল, নির্যাতিত নারীর কল্যানে। থাকেন তাদের পাশে সবসময়।

কক্সবাজার জেলা জাতীয় ছাত্রসমাজের সফল নেতৃত্ব দেওয়ায় পর, অসাধারণ প্রতিভাসম্পন্ন অ্যাডভোকেট মোহাম্মদ তারেক আর পেছনে তাকাননি। শুধুই সামনে পথচলা। সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হওয়া, যেকোন অবস্থাতেই তাদের কল্যান করাই যেন তাঁর নেশা। যেকোন দুর্যোগে নিজের জীবনের অনেকটা ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন নির্ভয়ে।

একসময়ে রাজপথ কাঁপানো দুঃসাহসী ছাত্রনেতা, মেধাবী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তারেক ২০১৪-২০১৫ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আইনজীবী সমাজের মাঝেও অ্যাডভোকেট মোহাম্মদ তারেক তুমুল জনপ্রিয়, রয়েছে ব্যাপক গ্রহনযোগ্যতা। ২০২৩-২০২৪ সালেও অ্যাডভোকেট মোহাম্মদ তারেক দ্বিতীয়বারের মতো কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক ছাড়াও অ্যাডভোকেট মোহাম্মদ তারেক বিভিন্ন সময়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে।

দৃঢ় আত্মপ্রত্যয়ী, তৃনমুল চষে বেড়ানো তরুণ রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজারের রাজনীতির মাঠে সক্রিয় থেকেছেন সবসময়। গণমানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থেকেছেন মাঠে ময়দানে।

মানবাধিকার কর্মী, অদম্য মনোবল সম্পন্ন অ্যাডভোকেট মোহাম্মদ তারেক অসাধারণ বন্ধু বৎসল, পরোপকারী, সজ্জন, নিরহংকারী ও অমায়িক হিসাবে সবার কাছে সুপরিচিত। অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজারের সামাজিক, ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক সহ বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। যা গণমানুষের কাছে তাঁর গ্রহনযোগ্যতাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। অঢেল অর্থ বিত্তের মালিক নাহলেও, এ মানুষটি পেয়েছেন আমজনতার অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধ। সমাজসেবায় পেয়েছেন অনেক স্বীকৃতি।

সুদীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় থাকা অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে পল্লী বন্ধু সাবেক রাষ্ট্রপতি এইচ.এম এরশাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে দলীয় চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জি.এম কাদের, কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু, দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ, মনোনয়ন বোর্ডের সম্মানিত সকল সদস্যদের সুদৃষ্টি কামনা করেছেন।

একইসাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন প্রাপ্তির বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ তারেক কক্সবাজার সদর-রামু-ঈদগাঁহ এলাকার সর্বস্থরের মানুষের আন্তরিক সমর্থন কামনা করেন।

কক্সবাজার সদর-রামু-ঈদগাহ আসনের প্রান্তিক জনগোষ্ঠীর প্রিয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ তারেক তাঁর জীবনের সবটুকু সময়, মেধা, শ্রম কক্সবাজার-৩ আসনের সম্মানিত নাগরিকদের জন্য উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিবিএন-কে বলেন, কক্সবাজার সদর-রামু-ঈদগাহ উপজেলার সর্বস্থরের মানুষের ভালাবাসার ঋন আমি কখনো শোধ করতে পারবোনা। তাদের ভাগ্যন্নোয়নে, সুখ দুঃখের সাথী হয়ে সারাজীবন তাঁদের হৃদয়ে তাদেরই একজন হয়ে থাকতে চাই। এজন্য তিনি মহান আল্লাহতায়লার কাছে শোকরিয়া জ্ঞাপন করে সদর-রামু-ঈদগাহ’র মানুষের জন্য অবিরাম কাজ করে যেতে সকলের দোয়া, আশীর্বাদ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।