মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শাকিল আহমেদ (বিপিএম)-কে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার এর র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৪ নভেম্বর পুলিশ কর্মকর্তাদ্বয়কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম তাঁর কার্যালয়ে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদ্বয়ের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোঃ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম বিসিএস (পুলিশ) ২৮ তম ব্যাচের এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শাকিল আহমেদ (বিপিএম) বিসিএস (পুলিশ) ২৯ তম ব্যাচের সদস্য।