মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত স্টাফ, বিশিষ্ট সমাজকর্মী, কলাতলী নিবাসী আলহাজ্ব আবদুল মালেক আর নেই। মঙ্গলবার ১৪ নভেম্বর সকাল পৌনে ৭ টার দিকে কক্সবাজার শহরের কলাতলীস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কলাতলীর বাসিন্দা, কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী ও মরহুমের নিকটাত্মীয় মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মরহুম আলহাজ্ব আবদুল মালেক কলাতলী প্রাইমারী স্কুল সংলগ্ন সুফি জামে মসজিদের সভাপতি, বিয়াম ল্যাবরেটরী স্কুলের কর্মকর্তা সহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষা, সামাজিক ও কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি কলাতলী’র মরহুম আবুল হোসেন এর জ্যেষ্ঠ সন্তান।

মঙ্গলবার ১৪ নভেম্বর আছরের নামাজের পর কলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে দক্ষিণ বাহারছড়া মুক্তিযোদ্ধা চত্বর (গোল চক্কর) বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সুত্রের বরাত দিয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছে।

শোক প্রকাশ :

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক স্টাফ, প্রবীণ সমাজসেবক আলহাজ্ব আবদুল মালেক এর মৃত্যুতে কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি নাজির স্বপন পাল ও সাধারণ সম্পাদক, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী এম. ফরিদুল আলম ফরিদ গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সমিতির নেতৃদ্বয় সমিতিতে মরহুমের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।