জিনিয়া শারমিন রিয়া

২০২৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তাহিয়াত নাজিম আরোশা। সে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনাই ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

তাহিয়াত নাজিম আরোশার পিতা মো. নাজিম উদ্দিন । তিনি একজন প্রবাসী । মা তসলিমা আক্তার কাজল গৃহিণী।

বাবা-মায়ের ৬ সন্তানের মধ্যে আরোশা ৫ম । তারা ৫ বোন ১ ভাই।

তার সাফল্যের পিছনে রয়েছে স্কুলের শিক্ষক মন্ডলী। বিশেষ করে তার মেজ চাচী খালেদা বেগম। তিনিও সোনাই ছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাহিয়াত নাজিম আরোশা তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরোশা যাতে ভবিষ্যতে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে সেটার জন্য শিক্ষক মন্ডলী , পরিবার ও সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১০ নভেম্বর ) ২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে সারা দেশের ৮২ হাজার ৪২২ জন শিক্ষাথী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৪৪২ জন।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে ২২৫ টাকা করে বৃত্তি পাবে। এ ছাড়া উভয় গ্রেডের শিক্ষাথী বই কেনার জন্য এককালীন ২২৫ টাকা পাবে।