এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
চকরিয়া উপজেলার কাকারা পুলেরছড়া দাখিল মাদ্রাসা,গত ৫ই নভেম্বর আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ৫দিন পার হলেও এখনো পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সংস্থা থেকে অনুদান আসেনি । ফলে সামনে বার্ষিক পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা রয়েছে দুশ্চিন্তায়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বলেন, ২০০৫সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান দিয়ে আসছে। বর্তমানে ৪শতাধিক শিক্ষার্থী নিয়মিত রয়েছে । আকর্ষিকভাবে আগুনে পুড়ে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, এই মাদ্রাসার পাঠদানের মান ভালো। এই পুলেরছড়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনটি আগুনে পুড়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে । দ্রুত ভবনটি মেরামত করে পাঠদান স্বাভাবিক করার জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
