জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয়:
ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবিতে বিএনপির আহুত দেশব্যাপী ৮ ও ৯ নভেম্বর অবরোধের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা মিছিল করেছে।
আজ ৮ নভেম্বর (২০২৩) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি নিউমার্কেট এলাকার ঢাবির শাহনেওয়াজ ছাত্রাবাস থেকে শুরু হয়ে ৩ নং বিডিআর গেট পর্যন্ত গেলে পুলিশের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারিক, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি।
আরও উপস্থিত ছিলেন শহিদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল আমিনুল, সাধারণ সম্পাদক ইবরাহীম খলিল,স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি মাছুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান সেজান, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোঃ জুলফিকার জিসান,
জগন্নাথ হল শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক বজলুর রহমান বিজয় প্রচার সম্পাদক তানভীর আল হাদি মায়েদ ,সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রদলের সভাপতি মাহবুব আলম শাহিন, সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক,অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পা,
মাস্টারদা’ সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, তানভীর হাসান, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত ,কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জোবায়ের আলী সহ অসংখ্য নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।