জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়:

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের উদ্যোগে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ০৫ নভেম্বর (২০২৩) রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারপার্সন ড. ভদ্রেশু রীটা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর রেক্টর অধ্যাপক ড. নূর হিশাম ইব্রাহিম, ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুং-এর ডেপুটি রেক্টর অধ্যাপক ড.সুপ্রিয়তনা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিল্পকলার মাধ্যমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সৃজনশীল শিল্পের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিল্পীদের ভূমিকা রাখতে হবে।