সংবাদ বিজ্ঞপ্তি :
১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও ৩ নভেম্বরের জেলহত্যা একই সূত্রে গাঁথা উল্লেখ করে কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে জনগণকে কষ্ট দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা সাধারণ মানুষের উপর গুপ্ত হামলা চালিয়ে আবারও সেই ৭৫ এ ফিরে যেতে চাচ্ছে।
শুক্রবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষ্যে লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মূলত: আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই ৭৫-এর ৩ নভেম্বর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করেছিল খুনিচক্র। জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যপ্টেন এম. মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামান-আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁরা বারবার আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলিতে সফলভাবে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বিএনপি-জামায়াত খুনী চক্র দেশে অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করছে। জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রেও লিপ্ত।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত সর্বহারা পার্টির মত আত্বগোপনে থেকে গুপ্ত হামলা চালিয়ে দেশের শান্ত পরিবেশকে বিনষ্ট করছে। এ দেশের জনগণ তাদের অবরোধ ,হত্যা, অগ্নিসন্ত্রাস কে প্রত্যাখান করছে। বিএনপি-জামাত তাদের বিদেশী প্রভুর নির্দেশে জাতীয় নির্বাচন বানচাল করতে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। তারা গণতন্ত্র বিশ্বাস করেনা। তিনি আরো বলেন, নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে। তার ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের ট্রেনে না উঠলে তার ট্রেন মিঝ করবে। কক্সবাজারে অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ সাধারণ জনতাকে নিয়ে তাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।
জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজিম কনকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এড.রনজিত দাশ, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙ্গালী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, কাজী মোস্তাক আহমেদ শামীম, এটিএম জিয়াউদ্দিন জিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.ছৈয়দ মোঃ রেজাউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য সচিব এড. একরামুল হুদা, সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক আজিজ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ এমরান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীবুল হক রিকু, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।
এর আগে জেল হত্যা দিবস উপলক্ষে সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় চার নোতর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ,খালেদ মিথুন, জিএম আবুল কাশেম, ড. নুরুল আবছার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রহিম উদ্দিন,জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল,সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবাইদ রুমেল, আহসান সুমন, মিজানুর রহমান, হেলাল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিণা, সাবেক কাউন্সিলর চম্পা উদ্দিন, জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আছিফ উল মওলা, ডা. পরিমল দাশ, সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, এবি ছিদ্দিক খোকন, গিয়াস উদ্দিন,সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু জেলা ওলামা লীগের সভাপতি মৌলানা নুরুল আলম সরকার, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী দিপ্তী শর্মা, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব রেবেকা সুলতানা আইরিন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হকসহ পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ- সহযোগীও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।