সংবাদ বিজ্ঞপ্তি:

রাজধানীতে শনিবার বাংলাদেশের বৃহৎ তিনটি রাজনৈতিক দলের সমাবেশ হয়। এতে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ডিবি পোশাকে বাসে আগুন দেয় এক ব্যক্তি। পুলিশ তাকে খুঁজছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার ও গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির পোশাক পরে বাসে আগুন দেওয়ার অভিযোগের ডিবি প্রধান এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেছেন, ‘আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। আমরা ওই ডাকাতদের গ্রেপ্তার করেছি। একই ভাবে আজ যে বা যারা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন দিয়েছে, তাকে আমরা খুঁজছি। খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করব এবং আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে।’

আরো পড়ুন বিএনপি-জামায়াতের হরতাল: রাজধানীতে বাসে আগুন

তিনি আরও বলেন, ‘পুলিশের যতগুলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তেমনিভাবে এই গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে তারাই ওই কাজটা করেছে।’