শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

দ্বীপে ফিরেছে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গ্রীষ্মকালীন অনুষ্ঠিত ছেলেদের জাতীয় পর্যায়ে রানার্স-আপ হওয়া কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ ফুটবল দল।

সোমবার (২ অক্টোবর) সকালে ঢাকা থেকে বড়ঘোপ স্টিমারঘাটে পৌঁছালে বরণ করতে হাজারো শিক্ষার্থী ও শিক্ষক জনসাধারণ মানুষ ভিড় জমায় সেই-সাথে খেলোয়াড়দের ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে, বিভিন্ন স্লোগানে স্লোগানে স্টিমারঘাট থেকে একটি বিশাল শোডাউন উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। এসময়, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, বড়ঘোপ ইউপি সদস্য মঈন উদ্দীন হাশেমসহ স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলায় জাতীয় পার্যায়ে ৪টি বিভাগের মধ্যে ৩টি ম্যাচে ২টি বিভাগকে হারিয়ে রানার্স-আপ অর্জন করেছে দ্বীপের ঐতিহ্যবাহী কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ফুটবল দল। এর আগে কুতুবদিয়া উপজেলায় বিজয়ী হয়ে কক্সবাজার জেলা, বিভাগীয় এবং আঞ্চলিকে চ্যাম্পিয়ান হয়।