নুরুল আলম সাঈদ,নাইক্ষ‍্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ঘুমধুমে বিজিবি অভিযান চালিয়ে ২০ হাজার পিছ ইয়াবাসহ ২ উপজাতি মহিলা মাদককারবারি আটক করেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল কমান্ডার নায়েক মোঃ মোশফিকুর রহমানের নেতৃত্বে ৩০ সেপ্টেম্বর সকালে বিশেষ টহল দল বিওপি থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এবং মেইন সীমান্ত পিলার ৩৪ থেকে পশ্চিম দিকে বাংলাদেশ অভ্যন্তরে তুমব্রু বিওপির চেকপোস্টের পশ্চিম কূল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ২ জন উপজাতি মহিলাকে দেশ মিয়ানমারের তৈরি ( দুই) কার্ট ২০,০০০ পিস ইয়াবা সহ আটক করে।

আটক হওয়া দুই উপজাতি মহিলারা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্তের বাইশফাঁড়ী গ্রামের জয় তংচংগার স্ত্রী মায়া তংচংগা (১৮)। একই গ্রামের রাংগাইয়া তংচংগ্যার মেয়ে জয়েন মালা তংচংগ্যা (১৫)।

উল্লেখ্য, উক্ত এলাকার কাছাকাছি মিয়ানমারের সীমান্ত এলাকা থাকাতে ঐ এলাকার অনেকেই স্থানীয় প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে অবৈধ ইয়াবা ব‍্যাবসা করে আসছে বলে কয়েকজন ব‍্যাক্তি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।