প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন,  বেগম খালেদা জিয়া মুক্ত হলে এদেশের গণতন্ত্র মুক্তি পাবে। রোডমার্চ সফল করতে ২৭ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর তারুণ্যের রোডমার্চ কুমিল্লা, ফেনী,মিরসরাই,চট্টগ্রাম সফল ও সার্থক করার জন্য কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুুতি সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি আলমগীর মো: মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না , কৃষক দল জেলা সদস্য সচিব শরীফ উদ্দিন বাবুল।

এসময় জেলা পৌর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।