এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুবলীগ নেতা অসুস্থ হুমায়ুন কবির চৌধুরী হুমুর সুস্থতা কামনায় কক্সবাজার সদর যুবলীগ ও ঈদগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু,সাংগঠনিক সম্পাদক জামির উদ্দিন সাম,সহ-সভাপতি মিজানুল হক,ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল হুদা, জালালাবাদ ইউনিয়ন যুব লীগ সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক সাহেদ কামাল, পোকখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদসহ তৃণমূলের দলীয় কর্মীবৃন্দরা।
উল্লেখ্য,ঈদগাঁও আওয়ামী লীগের এ নেতা দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি বর্তমানে ঢাকাস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসার অবস্থায় রয়েছেন।