আতিকুর রহমান মানিক:
কক্সবাজারে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আবদুর রহমান নামের উক্ত ব্যক্তির বিরুদ্ধে সোমবার (১৯ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।
অভিযুক্ত আবদুর রহমান টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদের ছেলে এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর ছোট ভাই।
মামলার এজাহারে বলা হয়েছে, আবদুর রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৭৫৫ টাকা। এর মধ্যে তাঁর বৈধ ও গ্রহণযোগ্য সম্পদ ৮৪ লাখ ৩৯ হাজার ৭৪২ টাকার। বাকি ১ কোটি ৪ লাখ ২ হাজার ১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বাদী ও দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।