প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা মডেল উচ্চ বিদ্যালয়ে ওয়াল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র উদ্দ্যোগে হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক এডভোকেসী সভা সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মাহাবুব আলম।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ১৬ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার অছিয়র রহমান (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরু হয় । প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধান করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হালিম উল্লাহ, বিশেষ আলোচক হিসেবে উদ্বোধনী আলোচনা করেন হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের ভিত্তিতে এএসআরএইচআর ও জিবিভি আলোচনা করেন পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট(পিএইচডি)’র ফিল্ড কোঅর্ডিনেটর মো: কামরুল হাসান, এতে আরো বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসাইন, ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মিজানুল হক, মাষ্টার সাদ্দাম হোসেন । অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রহিম উল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে,পরিবার পরিকল্পনা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, কিশোর/কিশোরী স্বাস্থ্য সেবার বিষযয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এর আলোচনা থেকে শ্রোতারা অনেক অজানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়।
বিশেষ অতিথি ও উপস্থিত বক্তারা নাগরিকদের সচেতন মূলক দায়িত্ব সংক্রান্ত ইউনিয়ন পর্যায়ে কিশোর/কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, মাতৃ মৃত্যু হার ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি ভূমিকা রাখার পাশাপাশি সরকারের স্থায়ীত্বশীল লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা প্রনয়ন করার উৎসাহ প্রদান করেন করেন।