এম.এ আজিজ রাসেল:
বৈরি আবহাওয়ায় উত্তাল সাগর, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সবকিছু উপেক্ষা করে বালিয়াড়িতে চলছে ৯ দেশের অংশগ্রহণে ভলিবলের জমজমাট লড়াই।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সৈকতের ডিভাইন পয়েন্টে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে শুরু হয় বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবল প্রতিযোগিতা। তিনদিনের এই আয়োজনে অংশ নেয় স্বাগতিক বাংলাদেশ, ভারত, কাজাখিস্তান, মালদ্বীপ, ভুটান, উজবেকিস্থান, ইরান, পাকিস্তান ও কিরগিজস্থানের নারী এবং পুরুষ দল।
বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় পুলিশ সুপার মো মাহফুজুল রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও এশিয়ান ভলিবল কনফেডারেশন এর টেকনিক্যাল ডেলিগেট জয়রামান শ্রী নিবাসান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মহিলা দলের মধ্যে কাজাখস্তান ২—০ সেটে বাংলাদেশকে পরাজিত করে। পাকিস্তান ২—১ সেটে কাজাখস্তানকে পরাজিত করে। কাজাখস্তান ২—১ সেটে ভারতকে পরাজিত করে। উজবেকিস্তান ২—০ সেটে পাকিস্তানকে পরাজিত করে। কাজাখস্তান ২—০ সেটে বাংলাদেশকে পরাজিত করে। ভারত ২—১ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে।
এছাড়া পুরুষ দলের মধ্যে মালদ্বীপ ২—০ সেটে ভুটানকে পরাজিত করে। ভারত ২—০ সেটে বাংলাদেশকে পরাজিত করে। বাংলাদেশ দল—১ ২—০ সেটে বাংলাদেশকে দল—৩ কে পরাজিত করে। ভারত ২—০ সেটে ভুটানকে পরাজিত করে। মালদ্বীপ ২—০ সেটে বাংলাদেশকে পরাজিত করে। বাংলাদেশ ২—০ সেটে ভুটানকে পরাজিত করে। ভারত ২—০ সেটে ভুটানকে পরাজিত করে। সর্বশেষ ভারত ২—০ সেটে বাংলাদেশকে পরাজিত করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।