প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা দল।
শনিবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ- সবখানে জনগণের জয় হয়েছে। বর্তমানে শেখ হাসিনার স্বৈর সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দুর্নীতি আর লুটপাট করে দেশকে পঙ্গু করে দিয়েছে। কিন্তু তার দিন শেষ গেছে। আর কিছু দিন এমন পরিস্থিতি আসবে শেখ হাসিনা পালিয়ে রক্ষা পাবে না।’
জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদা বেগমের অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহামদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক এড. মোঃ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোবায়দা আকতার, চকরিয়া পৌর মহিলা দলের সভাপতি হাসনা খানম, কুতুবদিয়া মহিলা দলের সভাপতি নাসিমা আকতার, পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈকত আরা সেফু, জেলা মহিলা দল নেত্রী মর্জিনা আকতার, রাবিয়া বশরী, শামীমরা সাবরিনা রুমা।
এর আগে এক আনন্দ র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে মিলিত হয়।
কক্সবাজারে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী:
শেখ হাসিনা দুর্নীতি আর লুটপাট করে দেশকে পঙ্গু করে দিয়েছে: শাহজাহান চৌধুরী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে