নুরুল আলম সাঈদ, নাইক্ষ‍্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী দূর্গম দৌছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী নাছিমা আক্তার (২৮) কে রামু চা-বাগানের প্রান্তিক ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১৮ জুন রবিবার সকাল ১০টার সময় ৫০ হাজার পিছ ইয়াবা সহ আটক করেছে র‍্যাব ১৫ কক্সবাজার।
ইয়াবা সহ আটকৃত মহিলার বিরুদ্ধে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সুত্রে জানা গেছে।
উল্লেখ্য ইয়াবাসহ আটক হওয়া মাদক কারবারি নাছিমা আক্তারের বাড়ি নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ার সুবাদে তিনি আরো অনেক আগে থেকেই ইয়াবা ব‍্যবসা করে আসছিল বলে এলাকার অনেকেই জানান। দৌছড়ি এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আটক নাছিমাদের বাড়ির আশেপাশের আরো বেশ কিছু বাড়ির সদস্যরা এই ইয়াবা ব‍্যাবসার সঙ্গে জড়িত রয়েছে। এবং তাদের বতর্মান অর্থনৈতিক অবস্থা ব‍্যাপক পরিবর্তন এসেছে। দৌছড়ি ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক ব‍্যাক্তি জানান,তাদের এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু আসার পাশাপাশি প্রচুর ইয়াবাও আসছে স্থানীয় অনেকেই এ ব‍্যাবসার সঙ্গে জড়াচ্ছেন রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে।