নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত পয়েন্ট দিয়ে মায়ানমার থেকে পাচারের সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির টহলদল মালিক বিহীন ৩ টি বার্মিজ গরু উদ্ধার করে ।
শনিবার (১৭ জুন) ভোর ৬ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির নিয়মিত টহল দল বিওপি থেকে সীমান্ত পিলার-৪৯ এর শুন্য লাইন থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাবার বাগান নামক স্থান থেকে মালিক বিহীন ৩ টি বার্মিজ গরু উদ্ধার করে।
উদ্ধারকৃত গরুগুলো ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য।